Pages

Saturday, November 28, 2015

বিশ্বাস আর ভালবাসা



বিশ্বাস আর
ভালবাসা একি সুত্রে গাঁথা।
বিশ্বাস যদি না থাকে ভালবাসা শুধু
অভিনয় মাত্র।
 ভালবাসার অপর নাম বিশ্বাস।
বিশ্বাস যত বেশি ভালবাসা তত খাঁটি।
আমাদের জীবনটা বড়ই অদ্ভুত।
কষ্ট না পেলে বুঝি না- কাকে সুখ বলে,
কোলাহলে না গেলে বুঝি না নীরবতার
কি শান্তি,
কেউ আমাদের
ছেড়ে চলে না গেলে বুঝি না তার
উপস্থিতির কি গুরুত্ব ছিলো আমাদের
কাছে।

No comments:

Post a Comment